রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

সেনা সমর্থিত সরকারের উত্তরসূরী  আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন নয় -খুলনা বিএনপি

 

খুলনা অফিস: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দীত্বের ১১তম বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সেনা সমর্থিত সরকারের উত্তরসূরী আওয়ামী লীগ বিনা ভোটে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে। তারা বিচার বিভাগকে প্রভাবিত করে খালেদা জিয়া এবং তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের সাজা প্রদানের মাধ্যমে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতে চায়। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বিএনপির নিবন্ধন বাতিল হবে বলে আস্ফালন করছেন, তাদের মনে রাখা উচিত, বিএনপি এদেশের গণমানুষের সংগঠন। বিএনপিকে বাইরে রেখে এদেশে আর কোনো নির্বাচন হবে না। কোনো দলীয় সরকারের অধীনে নয়, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। যে ভোটের মাধ্যমে এদেশের গণতন্ত্র রাহুমুক্ত হবে।  

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, মহানগর নেতা শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, রেহানা ঈসা, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, মহিবুজ্জামান কচি, শেখ শাহিনুল ইসলাম পাখি, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু, মুজিবর রহমান, এডভোকেট গোলাম মাওলা, হাসিবুল হক বাবলা, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, কে এম হুমায়ুন কবির, একরামুল কবির মিল্টন, শফিকুল ইসলাম হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, আব্দুল আজিজ সুমন, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ